সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ঈশ্বরদীতে আবাসিক এলাকায় স্থাপিত পোল্ট্রি ফার্মের বিরুদ্ধে এসিল্যান্ডের হুঁশিয়ারি 

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি 

ঈশ্বরদীতে আবাসিক এলাকায় স্থাপিত পোল্ট্রি ফার্মের বিরুদ্ধে এসিল্যান্ডের হুঁশিয়ারি 

পাবনার ঈশ্বরদীতে  নিয়ম নীতির তোয়াক্কা না করে পরিবেশ নীতি উপেক্ষা করে দীর্ঘ ২৭ বছর ধরে জনবসতিপূর্ণ আবাসিক এলাকায় স্থাপিত সিনহা পোল্ট্রি খামারের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেছেন সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) মঙ্গলবার (৯ জুলাই) উপজেলার জয়নগরের হাজীপাড়া এলাকার স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে গিয়ে ওই পোল্ট্রিফার্মের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ার দেন উপজেলার সহকারী কমিশনার ভূমি শাহাদাত হোসেন খান। 

উপস্থিত সাংবাদিকদের তিনি জানান, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে এবং ইউএনও স্যারের নির্দেশে এখানে এসেছি এবং সত্যতা পেয়েছি, আবাসিক এলাকায় এ ধরণের পোল্ট্রি খামার স্থাপন করে জনগণের অসুবিধা করার কোনো সুযোগ নেই। 

পোল্ট্রি মালিক আরজ আলীকে সতর্ক করা হয়েছে, দ্রুত সময়ে চারিদিকে উঁচু প্রাচীর তুলে দুর্গন্ধ ছড়িয়ে যাওয়া বন্ধ করতে হবে অথবা খামার অন্য কোথাও সরিয়ে নিতে হবে। যদি তা না করে তাহলে পরবর্তী অভিযোগ পেলে এই পোল্ট্রি খামারের মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে। 

ইতোমধ্যেই পরিবেশ অধিদপ্তর পাবনা খামারটি পরিদর্শন করে গেছেন। এ বিষয়ে জানতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নাজমুল হোসাইন জানান, ওই খামারের বিরুদ্ধে এলাকাবাসীর পক্ষে একটি লিখিত অভিযোগ পেয়ে আমারা কর্মকর্তাদের তদন্তে পাঠিয়েছিলাম এবং আমি নিজে সেখানে যাবো, মানবদেহের জন্য আমিষের যেমন প্রয়োজন তেমনি পরিবেশের বিষয়টিও গুরুত্বপূর্ণ, এলাকাবাসীর অসুবিধা করে এমন খামার পরিচালনা করার আইনগত কোনো সুযোগ নেই, আমরা তাকে খামারটি অন্যত্র স্থানান্তর করতে বলবো, তিনি যদি গায়ের জোরে তা না করেন তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হবে। 

এ বিষয়ে  কথা বলতে  অভিযুক্ত ওই পোল্ট্রি খামারের মালিক আরজ আলী সরদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের অকথ্য ভাষায় গালাগালি করেন এবং দেখে নেয়ার হুমকি দেন।

টিএইচ